ঢাকাশনিবার , ৯ মার্চ ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে গোয়াল ঘরে মশা তাড়ানোর ঘুটার আগুনে বাড়ী ভস্মীভূত

প্রতিবেদক
majedur
মার্চ ৯, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

জয়পুরহাটের পাঁচবিবিতে গোয়াল ঘরে গোবরের ঘুটা জ্বালিয়ে মশা তাড়ানোর আগুনে এক কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে । এতে ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার মালামাল ।
গতকাল শুক্রবার রাতে উপজেলা ধরঞ্জী ইউনিয়নের পূর্ব ধরঞ্জী গ্রামের মৃত আয়েজ উদ্দিনের পুত্র ফারুক হোসেনের বাড়ীতে এদূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করার আগেই দুটি ছাগল ও ঘরের আসবাবপত্র, নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় ।
প্রত্যক্ষদর্শী ও গৃহকর্তা জানায়, শুক্রবার রাত সাড়ে ৯ টার সময় শোয়ার আগে ফারুকের স্ত্রী গোয়াল ঘরের মশা তাড়ানোর ধোঁয়ার জন্য গোবরের ঘুটায় আগুন দিয়ে রেখে আসে। এর কিছুক্ষণ পড়েই সেই ঘুটার আগুন গোয়াল ঘরে রাখা খড় ও পাটকাটিতে লেগে মূহুর্তেই দাউ দাউ করে জ্বলে উঠে। এসময় বাড়ীর লোকজনের চিৎকারে আশে পাশের লোকজন ও পরে খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইনজার্চ রতন হোসেন বলেন, ঐ এলাকা থেকে খবর পেয়ে ফায়ার ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

Don`t copy text!