সোমবার, ২০ মে ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাঁচবিবিতে আলোচনার শীর্ষে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজিনারা টুনি সীতাকুণ্ডে লোকালয় থেকে ব্রিটিশ আমলের গ্রেনেড উদ্ধার নতুন সিনেমায় সোহেল মন্ডল-আইশা খান শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘সুস্বাগতম’ দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ২ জনের প্রার্থিতা প্রত্যাহার পাঁচবিবিতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত খুলনার দাকোপের বাজুয়া চুনকুড়ি দাসপাড়ায় পরকিয়ার জের ধরে গৃহবধুর আত্নহত্যার ঘটনার ভিন্ন মত পোষন করেছে শংকর দাস কচুয়ায় তালা মার্কা ভোট চেয়ে বিরামহীন মাঠ চষে বেড়াচ্ছেন সাংবাদিক রাকিবুল হাসান পাঁচবিবিতে উপজেলা নির্বাচনে প্রচারে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি দেশে ১১০টি প্রতিবন্ধী সহায়তা সেবা কেন্দ্র রয়েছে: রংপুরে দীপু মনি কালীগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত পূবাইলে গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে ছিনতাই রায়পুর উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করায় এমপির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের ২০২৪-২৫ উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত পাঁচবিবিতে অনাবৃষ্টি জনিত লিচুর ফলন হ্রাস, বাগান মালিকের মাথায় হাত
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

যে কোন মূল্যে মহাসড়ক-ফুটপাত হকার ও চাঁদাবাজ মুক্ত থাকবে—ওসি সাভার

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি / ৯০ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৭:২৫ অপরাহ্ণ

 

যে কোন মূল্যে মহাসড়ক ও ফুটপাত হকার মুক্ত রাখার ঘোষনা দিয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান, পিপিএম। বর্তমানে ঢাকার সাভারের মহাসড়ক ফুটপাত হকার মুক্ত থাকায় জনমনে স্বস্থি এসেছে। যানজটও কমেছে গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড গুলোতে। এ ছাড়াও পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। মহাসড়কের বর্তমান অবস্থা বহাল থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

দেখা গেছে, ঢাকার হেমায়েতপুর, আমিনবাজার, সাভার বাসস্ট্যান্ড, রেডিও কলোনীসহ বিভিন্ন এলাকার মহাসড়ক দখলে ছিল শত শত হকারদের। এ অবস্থায় মহাসড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল। সাধারণ পথচারীরা পর্যন্ত হেঁটে রাস্তায় চলাচল করতে পরতো না। অন্য দিকে সাভারের সব মার্কেট, বিপনী বিতান, ব্যবসা প্রতিষ্ঠানের সামনের অংশ দখল করে হকার বসাতে ক্ষতির মুখে পড়েছিল সাধারণ ব্যবসায়ীরা।

পুলিশ ও তথ্যসূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১২ ডিসেম্বর আকবর আলী খান, পিপিএম সাভার মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এরপর তিনি সাভারের ফুটপাতের ভয়াবহ এই দৃশ্য ও জনদূর্ভোগ অনুধাবন করেন। এরপর সিদ্ধান্ত নেন, যে কোন মূল্যে ফুটপাত হকার মুক্ত করার। শুরু হয় মহাসড়ক হকার মুক্ত করার অভিযান। একটানা কয়েকদিন অভিযান পরিচালনা করে ফুটপাত হকার মুক্ত করা হয়। এ পরিস্থিতিতে সাধারণ হকারদের ক্ষতির মুখে পড়তে হয়। হকাররা ফুটপাতে বসার জন্য পরবর্তীতে চেষ্টা চালালেও পুলিশের কঠোর ভূমিকার কারণে তা আর সম্ভব হয়নি। বর্তমানে সাভারের মহাসড়ক ও ফুটপাত হকার মুক্ত থাকায় যান ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতার অবসান হয়েছে। এখনও সাভারের মহাসড়ক ও ফুটপাতে এই অবস্থা বিরাজ করছে।

সাভারে যোগদানের পূর্বে আকবর আলী খান গাজীপুরের কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। সেখানেও তার গৃহীত বিভিন্ন পদক্ষেপ সাধারণ জনগণের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান বলেন, পুলিশ জনস্বার্থে কাজ করে থাকে। মুষ্টিমেয় জনগোষ্ঠীর কারণে বৃহত্তর জনগোষ্ঠীর সমস্যা হোক এটা পুলিশ কখনও চায় না। যে কোন মূল্যে সাভারের সকল মহাসড়ক ও ফুটপাত এভাবে হকার মুক্ত থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি বন্ধে ইতিমধ্যেই অভিযানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সাভার মডেল থানা পুলিশ। চিহিৃত পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে মাঠে নেমে পুলিশের অভিযান চলবে সারা সাভার থানা এলাকায়। এতে পরিবহন খাতে স্বস্থি ফিরে আসবে বলেও মনে করেন তিনি।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!