বিশ্ব মানবতার কল্যাণ, জীবের মুক্তি ও দেশ-জাতির মঙ্গল কামনায় জয়পুরহাটের পাঁচবিবির সমসাবাদ সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে হরিবাসর উৎসব অনুষ্ঠিত হয়। মন্দির কমিটি ও দীন কাঙ্গাল সেবকবৃন্দের আয়োজনে অষ্ট প্রহরব্যাপী শ্রীশ্রীরাধাগোবিন্দের লীলা রস কীর্তন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত হরিবাসরে ৪টি দল পর্যায়ক্রমে হরিনাম সুধা পরিবেশন করবেন। পাপমোচন ও বিশ্বশান্তি কামনায় হরিবাসর উপভোগ করতে হাজার হাজার নারী-পুরুষ মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়। এসময় হরিবাসর প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বাংলাদেশ পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী পরমেশ্বর মাহাতো, সমসাবাদ মন্দির কমিটির সভাপতি রণজিৎ চন্দ্র ঘোষ, সম্পাদক অনুকুল চন্দ্র ঘোষ, উপদেষ্টা মৃণাল কান্তি ঘোষ, অন্যতম সদস্য নারায়ণ চন্দ্র ঘোষ, দিপেন্দ্র নাথ ঘোষ ও শচীন চন্দ্র ঘোষ সহ আয়োজক কমিটির সদস্যরা।
এসময় দেশের বিভিন্ন জেলা থেকে কীর্তনীয়ারা অংশগ্রহণ করে বলে জানা যায়।