চাঁদপুরের কচুয়া উপজেলা পাথৈর ইউনিয়ন আটোমোর গ্রামের বাসিন্দা ডা: মো. মোশাররফ হোসেন সরকার সুযোগ্য পুত্র মো. শাওন সরকার ও শারমিন আক্তারের ঘর কে আলোকিত করে জন্ম নিল এক রাজপুত্র সন্তান। জন্মের পর সন্তানের নামকরণ করা হয় মো. শরফুদ্দীন সরকার।
শরফুদ্দীন সরকারের জন্ম তারিখ হলো ১৪ই ফেব্রুয়ারি/২০২৪ খ্রিস্টাব্দ বাংলা ১লা ফাল্গুণ, আরবী শাবান মাসের ৩তারিখ রোজ: বুধবার, সকাল: ১১টা ১৪৩০-৩১বঙ্গাব্দ ও ১৪৪৫-৪৬হিজরি। তার নামঃ মো. শরফুদ্দীন সরকার, পিতা. মো. শাওন সরকার, মাতা. শারমিন আক্তার প্রধান।
শরফুদ্দীন সরকারের পিতা ও নিজ জন্মস্থান গ্রাম+পোস্ট: আটোমোর, আটোমোর সরকার বাড়ী, উপজেলা: কচুয়া, জেলা: চাঁদপুর। তাহার পিতার বর্তমান ঠিকানা. উত্তর সাইনবোর্ড মাহমুদনগর ডেমরা, ঢাকা নিজ পিত্রালয় বাসস্থান।
এদিকে তার জন্মের খুশিতে ডা. মো. মোশাররফ হোসেন সরকার ও পরিবারের পক্ষ হতে তার সর্বাধিক মঙ্গল কামনায় তার নিজ পিত্রালয়ের জন্মস্থান আটোমোরসহ শরফুদ্দীনের নানার গ্রামের বাড়ী বারৈয়ারা গ্রামে মসজিদে বাদ জুমা দোয়া ও মিলাদের আয়োজন করেন ও মিষ্টিমুখ করানো হয়