|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শাওন সরকারের ঘর আলোকিত করে জন্ম নিল পুত্র সন্তান, সুস্থ্যতা কামনায় পরিবারের পক্ষ হতে সকলের নিকট দোয়া প্রার্থী
প্রকাশের তারিখঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
চাঁদপুরের কচুয়া উপজেলা পাথৈর ইউনিয়ন আটোমোর গ্রামের বাসিন্দা ডা: মো. মোশাররফ হোসেন সরকার সুযোগ্য পুত্র মো. শাওন সরকার ও শারমিন আক্তারের ঘর কে আলোকিত করে জন্ম নিল এক রাজপুত্র সন্তান। জন্মের পর সন্তানের নামকরণ করা হয় মো. শরফুদ্দীন সরকার।
শরফুদ্দীন সরকারের জন্ম তারিখ হলো ১৪ই ফেব্রুয়ারি/২০২৪ খ্রিস্টাব্দ বাংলা ১লা ফাল্গুণ, আরবী শাবান মাসের ৩তারিখ রোজ: বুধবার, সকাল: ১১টা ১৪৩০-৩১বঙ্গাব্দ ও ১৪৪৫-৪৬হিজরি। তার নামঃ মো. শরফুদ্দীন সরকার, পিতা. মো. শাওন সরকার, মাতা. শারমিন আক্তার প্রধান।
শরফুদ্দীন সরকারের পিতা ও নিজ জন্মস্থান গ্রাম+পোস্ট: আটোমোর, আটোমোর সরকার বাড়ী, উপজেলা: কচুয়া, জেলা: চাঁদপুর। তাহার পিতার বর্তমান ঠিকানা. উত্তর সাইনবোর্ড মাহমুদনগর ডেমরা, ঢাকা নিজ পিত্রালয় বাসস্থান।
এদিকে তার জন্মের খুশিতে ডা. মো. মোশাররফ হোসেন সরকার ও পরিবারের পক্ষ হতে তার সর্বাধিক মঙ্গল কামনায় তার নিজ পিত্রালয়ের জন্মস্থান আটোমোরসহ শরফুদ্দীনের নানার গ্রামের বাড়ী বারৈয়ারা গ্রামে মসজিদে বাদ জুমা দোয়া ও মিলাদের আয়োজন করেন ও মিষ্টিমুখ করানো হয়
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.