এমদাদুল হক ও এনামুল হক আপন দু’ভাই। দু’ভাই দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। বড়ভাই এমদাদুল বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এবং এনামুল মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আওয়ামী মুনলিম লীগের প্রতিষ্ঠাতা সহ নানান গুণের অধিকারী আব্দুল হামিদ থান ভাসানীর ছেলে আবু নাসের খান ভাসানী বাবার নামে ১৯৮০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এমদাদুল হক গত ২০১৮ সালের আগষ্ট মাসে বাগজানা স্কুলের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। অপরদিকে গত ২৭ জানুয়ারী/২৪ এনামুল হক মহীপুর মাওলানা ভাসানী স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের দ্বায়িত্ব পালন করছেন।
এমদাদুল ও এনামুল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানার মরহুম আব্দুল খালেক মন্ডলের ছেলে। খালেক মন্ডল একজন প্রান্তিক কৃষক তার মোট ৫ ছেলে ১ মেয়ে। নিজে কৃষক হলেও শুধু বড় ছেলেকে কৃষি কাজে নিয়োজিত করলেও অন্যসব ছেলেমেয়েকে পড়ালেখা করান। বড় ভাই কৃষি কাজ করলেও বাঁকি ৫ ভাইবোন পড়ালেখার পাঠ শেষ করে শিক্ষকতা পেশায় প্রবেশ করেন। একই পরিবারে ৫ ভাইবোন শিক্ষক হওয়ায় এলাকায় তারা মাষ্টার পরিবার হিসাবে পরিচিত পেয়েছেন।