ছাতক ও বিয়ানি বাজারে র্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবা সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ৯ এর একটি অভিযানিক দল।
জানা যায়-গোপন সংবাদের ভিত্তিতে(১৩ ফেব্রয়ারী) মঙ্গলবার বিকাল ৩.৫০ মিনিটের সময় ছাতকে এক বিশেষ অভিযান চালায় রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব ৯ সিলেটের একটি অভিযানিক দল।
এসময় ৩৭৫০ পিছ ইায়াবা উদ্ধার সহ ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হল ছাতক পৌর শহরের বাগবাড়ী এলাকার মৃত মরম আলীর ছেলে রাবিক মিয়া,সুনামগঞ্জের নারায়ন দাশের ছেলে সূচক দাশ,হবিগঞ্জের আব্দুস শহিদের ছেলে কাবিল হোসেন,আবুল কাশেমের ছেলে মোফাজ্জল আহমদ,নুরুল ইসলামের ছেলে ইব্রাহিম,জিলাদ মিয়ার ছেলে জুবেল মিয়া।
এর আগে সকাল সাড়ে ১১টায় সিলেটের বিয়ানি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আরও ২০১০ পিস ইয়াবা উদ্ধার সহ হবিগঞ্জ জেলার আছিম মিয়ার পুত্র মুরাদ মিয়া ও কাজন মিয়ার পুত্র শসকিল আহমদ জয় নামের দুই মাধক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পৃথক দুটি অভিযানে মোট ৫৭৬০ পিস ইয়াবা ও ৮ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকাদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পু্র্বক জব্দকৃত আলামত হস্থান্তর করা হয়েছে।
বুধবার ১৪ ফেব্রয়ারী রেপিড এ্যাকশন বেটালিয়ন র্যাব ৯ এর মিডিয়া অফিসার ও পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেলের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিন করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব ৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।