স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবক ছেলে-মেয়েদের বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটের পাঁচবিবিতে সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, পৌরসভার সার্বিক তত্বাবধানে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় র্যালীটি হয়। র্যালীটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের পাঁচমাথা দানেজপুর শালাইপুর বেড়াখাই চারমাথা উচাই ও মহিপুর হয়ে প্রায় ৪০ কিঃমিঃ সড়ক প্রদক্ষিণ করে আবারও স্টেডিয়ামে ফিরে আসে। র্যালীতে অংশগ্রহন করা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫’শতাধিক শিক্ষার্থীর উদ্যেসে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের সুফল-কুফল বিষয়ে শপথ বাক্য পাঠ করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। জাতীয় ও ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলণ ও র্যালীতে অংশগ্রহন করেন জেলা প্রশাসক সহ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিলটন, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাহিদুর রহমান রানা, সহ-সম্পাদক মোজাফফর রহমান সাজা, সাংবাদিক আব্দুল হাই মাষ্টার ও প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু সহ অনেকেই।