উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে একাধিক চেয়ারম্যান প্রার্থীরা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। এসব পদ প্রত্যাশী নেতারা নির্বাচনী তফসিল ঘোষানা হওয়ার আগেই মাঠে তৎপরতা শুরু করেছেন। এরইমধ্যে অনেকেই শহর থেকে পাড়া গ্রামের হাট-বাজার ঘুড়ে ঘুড়ে দলীয় নেতাকর্মি ও সাধারন ভোটারদের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করছেন। অনেকেই কর্মি সর্মথকদের নিয়ে লিফলেট বিতরণ ও গনসংযোগ করছেন জোড়েসোড়ে। এসবের ছবি তুলে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দিয়ে নিজেকে প্রার্থী হওয়ার বিষয়টি জানান দিচ্ছেন। প্রার্থীরা দলীয় কর্মি সর্মথকদের নিজের পক্ষে টানার পাশাপাশি জেলা ও কেন্দ্রীয় নেতার অফিস-বাসায় দৌড়ঝাপ করছেন। তবে ভোটের মাঠে আওয়ামীলীগ সর্মথক ব্যাক্তিদের দেখা গেলেও বিএনপি-জামায়েত নেতাদের মাঠে এখন পর্যন্ত কাউকে দেখাযায়নি। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয় হবে বলেও জানান তারা। নির্বাচনে বিরোধী দল না থাকলে দলীয় মনোনয়ন ও প্রতীক পাওয়া গেলে জয় সহজ হবে একারনে অনেকেই প্রার্থী হতে ইচ্ছুক।
পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান পদে যাদের নাম জোড়েসোড়ে শোনাযাচ্ছে তারা হলেন, পরিষদের বর্তমান চেয়ারম্যান জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল শহিদ মুন্না, জেলা আ,লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বেনু, যুগ্ন-সম্পাদক সাবেক ছাত্রনেতা মীর রেজাউল করিম, উপজেলা আ,লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, যুগ্ন-সম্পাদক সাবেক ছাত্রনেতা স্কুলশিক্ষক সুমন চৌধুরী, পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও কুসুম্বা ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন মন্ডল। এখন পর্যন্ত ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীর নাম শোনা না গেলেও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি আগের পদেই নির্বাচনী লড়ায়ে থাকবেন বলে জানায়।
পাঁচবিবি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, চলতি মাসেই উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষানা হবে। উপেেজলায় মোট ভোটার ২’লক্ষ ১২’হাজার ৬’জন তবে হালনাগাদ শেষে কিছু ভোটার বৃদ্ধি হবে বলেও জানান এ কর্মকর্তা।