ঢাকাশুক্রবার , ৫ জানুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে জাতীয়পার্টি থেকে শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

প্রতিবেদক
admin
জানুয়ারি ৫, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

 

জয়পু্রহাটের পাঁচবিবিতে জয়পু্রহাট -১ আসনের এমপি আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদুর নির্বাচনী পথসভায় তার হাত ধরে জাতীয়পার্টি থেকে আওয়ামীলীগে যোগদান করলেন পাঁচবিবি উপজেলা জাতীয়পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও আটাপুর ইউনিয়ন জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মাষ্টার ।
তিনি পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই গ্রামের মৃত: আফজাল হোসেন মণ্ডলের পুত্র। বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগ গোহাটা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় জয়পু্রহাট -১ আসনের এমপি আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদুকে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে শতাধিক নেতাকর্মী নিয়ে তিনি আওয়ামীলীগে যোগদান করেন।
জানা যায়, জাহাঙ্গীর আলম মাস্টার ছিলেন ঐতিহ্যবাহী উচাই জেরকা এস.সি উচ্চ বিদ্যালয়ের( ২০০৯-২০১৩ সাল ) সাবেক সভাপতি। তিনি আটাপুর ইউনিয়নের জাতীয় গুরুত্বপূর্ণ দিবস উদযাপন সমূহ সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক,সংগঠক ক্রিয়া ও শিক্ষা।জাতীয় অ্যাথলেটিকস কৃতি খেলোয়াড় চাকতি নিক্ষেপ ইভেন্টে জাতীয়ভাবে বারবার স্বর্ন পদক প্রাপ্ত সর্বশেষ বঙ্গবন্ধু ৪৬ তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায়-২০২২ সালে ২৯ বছরের রেকর্ড ভঙ্গকারী বাংলাদেশ নৌবাহিনী অ্যাথলেটিক্স দলের সদস্য জাফরিনের বাবা।
এক সাক্ষাৎকারে জাহাঙ্গীর আলম মাস্টার বলেন, অদ্য স্ব-ইচ্ছায় স-জ্ঞানে কারো দ্বারা প্ররোচিত না হয়ে জাতীয়পার্টির সকল পদ থেকে পদত্যাগ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে সামছুল আলম দুদু এমপির হাত ধরে পাঁচবিবির নির্বাচনী জনসভা থেকে শতাধিক নেতাকর্মীসহ আমি বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করলাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন বঙ্গবন্ধুর আদর্শে চলতে পারি।

Don`t copy text!