আগামী ৭ই জানুয়ারী ২০২৪, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর-পাঁচবিবি) আসনে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও যাচাই-বাছাই শেষে ৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। তবে তাদের মধ্যে বর্তমান (১) সাংসদ আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু (নৌকা মার্কা), (২) এক সময়ের প্রভাবশালী আওয়ামীলীগের প্রবীন বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী ও জয়পুরহাট পৌরসভার দুই বারের সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা (কাঁচি মার্কা) ও (৩) আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম (ঈগল পাখি) মার্কা পেয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী ডাঃ এ.কে.এম. মোয়াজ্জেম হোসেন রাজনীতির মাঠে নবাগত হলেও জাতীয় পার্টির মনোনয়নে দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচন করছেন। দীর্ঘদিন ধরে ডাক্তারী পেশায় নিয়োজিত থেকে মানুষদের মাঝে সেবা করায় ডাঃ মোয়াজ্জেম হোসেন নামেই অনেকের কাছে পরিচিত তিনি। এবারই প্রথম জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য হিসাবে প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
অপর, স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা রেজিস্ট্রার ও আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান রায়হানুল হক মনু (ট্রাক) মার্কা পেয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন । এরপর দীর্ঘ সময় ধরে তাকে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশে খুব একটা দেখা যায়নি। তবে ব্যাক্তি হিসেবে প্রবীণ অনেক মানুষের কাছে মনু চেয়ারম্যান হিসেবে পরিচিত মুখ হলেও বর্তমান সময়ের নবীন ও তরুণ ভোটাররা তাকে খুব একটা চেনেন না। তবে দীর্ঘদিন পর জয়পুরহাট-১ আসনে (ট্রাক) মার্কা নিয়ে নির্বাচন করায় আলোচনায় এসেছেন তিনি।
অপরদিকে, নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল তৃণমূল বিএনপির মো. মাছুম (সোনালীআঁশ) মার্কা নিয়ে নির্বাচন করছেন। এলাকায় মাঝে-মাঝে তার পোষ্টার চোখে পরলেও প্রচারণায় নামেননি তিনি।
অপর প্রার্থী নাশনাল পিপলস পার্টির (এনপিপি) রুকুনুজ্জামান (আম) মার্কা, নির্বাচন করলেও তার কোন পোষ্টার ও প্রচারনা চোখে পড়েনি এখন পর্যন্ত।
উল্লেখ্য, জয়পুরহাট-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৩ হাজার ৭২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৪৪ জন। নারী ভোটার ২ লাখ ২২ হাজার ৬৭৭ ও তৃতীয় লীঙ্গের ভোটার ৬ জন। আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করবেন।