আগামী ৭’ই জানুয়ারী দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে অবাদ-সুষ্ঠু, উৎসব মুখর ও শান্তিপূর্ন পরিবেশে করার লক্ষে নির্বাচনে দ্বায়িত্ব পালন করা প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিংও পুলিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যাক্তিদের অংশ গ্রহনে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পাঁচবিবি উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনার কার্যালয়ের আয়োজনে কর্মশালা পাঁচবিবি ডিগ্রী কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং,সহ প্রিজাইডিং ও পুলিং অফিসারদের উদ্যেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। এসময় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফজলুল করিম, সহকারি কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন, থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম সহ অনেকেই।