স্বাধীন বাংলার লাল সবুজের জাতীয় পতাকায় ঢেকে রাখা হয় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তের কোল ঘেঁষে অবস্থিত উত্তর গোপালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আসাতুল আলী সরদারের (৮৬) মর দেহ। তিনি দীর্ঘদিন যাবৎ জন্ডিস, শ্বাসঃকষ্ট, ডায়াবেটিস সহ নানান রোগে ভুগ ছিলেন। পরিবারের সদস্যরা তার চিকিৎস্যার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে ছিলেন। সোমবার রাত সাড়ে আটটার সময় উত্তর গোপালপুর নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না-নিল্লা,,,,রাজিউন)। সংসার জীবনে তিনি ৩’ছেলে সন্তানের জনক ছিলেন এবং তার পিতা মৃত-জদু সরদার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আরিফা সুলতানা, থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, আব্দুস ছাত্তার, বাগজানা ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক গ্রামবাসি ও স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।