ঢাকাশনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে আদালতের নির্দেশে মালঞ্চা মৌজায় ৯ বিঘা জমি অবৈধ দখলমুক্ত

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৩, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

জয়পু্রহাটের পাঁচবিবিতে মাতাইশ মঞ্জিল মহল্লার মৃত মোয়াজ্জেম হোসেন চৌধুরীর পুত্র খায়রুজ্জামান চৌধুরীর মালঞ্চা মৌজার ৯ বিঘা জমি ৩ বছর পর আদালতের ডিগ্রী রদ মোকদ্দমায় আদেশ পেয়ে অবশেষে দখলমুক্ত করলেন।
জানা যায়,পাঁচবিবি পৌরসভার অভ্যন্তরে মালঞ্চা ৫ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ডের পৈত্রিক সূত্রে প্রাপ্ত প্রায় ৯ বিঘা ধানি জমি ৫০ বছর ধরে চাষাবাদ করে আসছিল বাদী খাইরুজ্জামান চৌধুরী। হঠাৎ বিবাদী আপন বোন মেহেরুন নেছাসহ তার লোকজন বাদির অবর্তমানে তার স্বাক্ষর জাল করে জাল দলিল সৃষ্টির মাধ্যমে তা অবৈধ দখলে নিয়ে অন্যকে চাষাবাদের জন্য বর্গা দেয়। এব্যাপারে ২১ সালে জয়পুরহাট সিনিয়র সহকারী জজ আদালতে চৌধুরী খায়রুজ্জামান বাদী হয়ে একটি ডিগ্রী রদ মোকদ্দমা দায়ের করে। মোকদ্দমা নং-৩২৬। এই মোকদ্দমায় বাদি খায়রুজ্জামান চৌধুরী আদালত থেকে ডিগ্রী রদের রায় পেলে আজ ২৩ ডিসেম্বর শনিবার সকালে তিনি তার লোকজনকে নিয়ে ওই জমি অবৈধ দখল মুক্ত করেন এবং লাল ঝান্ডি টাঙ্গিয়ে পুনরায় দখলে নেন। এব্যাপারে চৌধুরী খাইরুজ্জামান বলেন, আদালত থেকে ডিগ্রী রদের রায় পেয়েছি আমি ২ বছর আগেই। এই ২ বছর আমি তাদের ছাড় দিয়েছিলাম। কারণ তারা আমার আপন বোন এবং ভাগনা, ভাগ্নি। আজ আমি আদালতের নির্দেশে আমার জমির চারিপাশে লাল ঝান্ডি টাঙ্গিয়ে অবৈধ দখল মুক্ত করে গমের আবাদ করলাম ‌।

Don`t copy text!