খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রতিদিন হাজারো মানুষের চলাচলের সেতুটি দির্ঘ ৩২ বছরে অতিবাহিত হলেও সংস্কারের অভাবে সেতুটিতে চলাচলে অনুপযুক্ত হয়ে যাচ্ছে। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।
গ্রামগুলো থেকে উপজেলা সদর কিংবা জেলা সদরে যেতে অপরিহার্য সেতুটির ২ পাশে আছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, বাজার। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় সেতুটি চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে।
উপজেলার লাউডোব ইউনিয়ন পরিষদ সংলগ্ন চঁড়া নদীর পানিউন্নয়ন বোর্ডের পানি সরবারাহ করার খালের উপর নির্মিত সেতুটি অনেক বছর পার হলেও সংস্কারের অভাবে ট্রাক চললে সেতুটি কাপতে দেখা যায়।,দীর্ঘদিন সংস্কারের অভাবে সেতুর মাঝামাঝি জায়গায় ৭টি পাটাতন এবড়ো-থেবড়ো অবস্থায় আছে।
এর মধ্যে জীবন ও জীবিকার প্রয়োজনে সেতুর আশেপাশের গ্রামগুলোর অন্তত ৩ হাজার মানুষকে প্রতিদিন প্রাত্যহিক কাজে পার হতে হয় সেতুটি। এই সেতু দিয়ে, নসিমন, ইজিবাইক, বাইসাইকেল ও মোটরসাইকেল চলাচল করে। রিক্সা বা ভ্যানে যাত্রীরা ঝুঁকি নিয়ে সেতুটি পার হয়। এ বিষয় লাউডোব ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য তাপস হালদার বলেন সেতুটিতে চলাচলে ঝুঁকিপুর্ণ দেখা দিয়েছে।তিনি উদ্ধোর্তন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।