ঢাকাশুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন বিসিবির এই বিভাগের বর্তমান দুই পরিচালক শেখ সোহেল ও কাজী ইনাম আহমেদ

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২২, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনেখুলনা বিভাগ থেকে প্রতি নিধি হতে যাচ্ছেন শেখ সোহেল ও কাজী ইনাম আহমেদ।বৃহস্পতিবার মনোনয়ন জমা দানের নির্ধারিত দিনেএ দু’জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফলে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই অন্য কোন প্রার্থী না থাকায় এ দু’জন বোর্ড পরিচালন নির্ধারিত হয়ে যাবেন। মোট ৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও বাকী দু’জন মনোনয়ন পত্র জমা দেননি। মনোনয়ন সংগ্রহ করা অপর দু’জন হচ্ছেন সাতক্ষীরা জেলার প্রতিনিধি শেখ নিজাম উদ্দিন ও কুষ্টিয়া জেলার প্রতিনিধি অনূপ কুমার নন্দী।বিসিবি পরিচালক হতে যাওয়া শেখ সোহেল বলেন, বোর্ডের পরিচালক হয়ে এই অঞ্চলের ক্রিকেটের উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য।
এছাড়া খুলনায় যাতে প্রত্যেকটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের খেলা হয় সে চেষ্টা থাকবে।
উল্লেখ্য, মোট ২৬ জন বোর্ড পরিচালকের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দু’জন করে পরিচালক ও বাকী চার বিভাগ থেকে একজন করে মোট ১০ জন ক্যাটাগরি সি থেকে পরিচালক নির্বাচিত হবেন।

Don`t copy text!