ঢাকাবুধবার , ২০ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে পিতার পরিবার কর্তৃক; স্বামীর পরিবারকে হেনস্থার আশঙ্কায় সংবাদ সম্মেলন

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২০, ২০২৩ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

 

জয়পুরহাটের পাঁচবিবিতে এক কলেজ ছাত্রী পরিবারের অমতে স্বেচ্ছায় বিয়ে করায় তার পিতার পরিবার কর্তৃক স্বামীর পরিবারকে হেনস্থা ও হয়রানি করার আশংকায় সংবাদ সম্মেলন করেছেন রাবেয়া খাতুন (১৯) নামের এক গৃহবধু।গতকাল মঙ্গলবার ১৯শে ডিসেম্বর ২০২৩ দুপুরে উপজেলার আওলাই ইউনিয়নের নাওডুবা দক্ষিণপাড়া গ্রামে নিজ শশুর বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাবেয়া খাতুন বলেন, “জয়পুরহাট সরকারী কলেজের অনার্সে অধ্যয়ন করছেন।”এর পূর্ব থেকে একই কলেজের শিক্ষার্থী উপজেলার আওলাই গ্রামের আইয়ুব আলীর পুত্র এম. এম. মজিবুর রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরে এক পর্যায়ে গত ১০ ডিসেম্বর তারা স্বেচ্ছায় রেজিঃ কাবিন মূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন এবং একই দিন জয়পুরহাট নোটারী পাবলিক কার্যালয়ে উপস্থিত এফিডেভিড সম্পূর্ণ করেন।বিষয়টি, তার পরিবার জানতে পেরে উক্ত বিয়ে মেনে না নিয়ে বিভিন্ন প্রলোভন দিয়ে তাকে তার স্বামীর কাছ থেকে বিছিন্ন করার পাঁয়তারা করছে। তিনি তার স্বামীর বাড়িতেই থাকতে চান। এমন অবস্থায় তিনি আশঙ্কা করছেন তার পিতার পরিবার থেকে যে কোন সময় স্বামীর ও পরিবারের সদস্যদের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা বা কোন ক্ষতি করতে পারে। তিনি তার স্বামীর সংসারে থাকার ব্যাপারে সহযোগিতা কামনা করেন।

Don`t copy text!