আজ সন্ধায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মার্কা পেয়েই সদলবলে, সঙ্গী সাথী নিয়ে জনসংযোগ করতে ১ নং বাগজানা ইউনিয়নে প্রথম ছুটে আসেন সতন্ত্র প্রার্থী সাবেক জেলা রেজিষ্টার ও সাবেক আয়মা রসুলপুর ইউপি চেয়ারম্যান জনাব রায়হান মন্ডল মুনু! তাঁর মার্কা” ট্রাক” তিনি বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ছাত্রজীবনে,তাঁর সততা,মানব সেবায় ভূমিকার জন্য ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে কর্মদক্ষতায় স্বর্নপদক লাভকরেন! এরই মধ্য দিয়ে সাবরেজিষ্টার পদে যোগদান করে নিজ দক্ষতায় জেলা রেজিষ্টার পদে পদোন্নতি পান এবং রেজিষ্টার সমিতির কেন্দ্রীয় মহাসচিব নির্বাচিত হন। বর্তমানে অবসর গ্রহনের পর ভোট বঞ্চিত সাধারন মানুষের ভোটাধীকার প্রতিষ্ঠার জন্য দ্বাদশ সংসদ নির্বাচেন জয়পুরহাট- পাঁচবিবি এলাকার সন্তান হিসেবে সতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় ১ টি করে ভোট প্রার্থনা করেন।আজ সন্ধায় বাগজানা বাস ষ্ট্যান্ডে তৎক্ষনিক পথসভায় বক্তব্য দিতে গিয়ে বলেন মানুষ দেখানো উন্নয়ন নয় বাস্তব মুখী উন্নয়ন করা হবে যদি আমি নির্বাচিত হই।নতুন প্রজন্ম আজ ভোট দিতে পারেনা,তাই এবার সুযোগ এসেছে ভোট হরনকারীদের বিরুদ্ধে এবার নতুনরা ভোট দিবেন।