ঢাকারবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মুহুরিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৭, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলা ঘোপাল ইউপিস্থ মুহুরিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বেদীতে পুষ্প অর্পন ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সহকারী শিক্ষক মো. আবদুল হালিম’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. জামশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য শেখ আনোয়ার করিম।

এসময় আগত অতিথিবৃন্দ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ও যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয় তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্মদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই পলল ভুমিতে। পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধা।

সেই সব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা, বোনদের। যাদের অদম্য সাহস আর আত্মত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছে। মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি ও সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজন চন্দ্র নাথ, সিনিয়র শিক্ষক সাধন চন্দ্র পাল, অন্যন্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, কাজী নিলু, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ আরো অনেকে।

Don`t copy text!