ঢাকারবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে পর্দা উঠলো বাংলাদেশ বই মেলার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৭, ২০২৩ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো তিনদিন ব্যাপি বিজয় উৎসব,বই মেলা ও বঙ্গসাংস্কৃতিক উৎসবের। দ্বিতীয়বারের মতো এই মেলায় প্রথম দিন কয়েক হাজার প্রবাসীদের উপচে পড়া ভিড়।মেলায় বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহবাস জানান আগত বাংলাদেশীরা।
মেলা উদ্বোধন করেন শিক্ষাবিদ ও লেখক ইমেরিটাস অধ্যাপক ড.সৈয়দ নজরুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: আবু জাফর।পরে কনসাল জেনারেল বিএম জামাল হোসেন সভাপতিত্বে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।মেলার মধ্য দিয়ে বিশ্বব্যাপী নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার ঘটবে বলে মনে করেন আগত অতিথিরা।
মেলার প্রথমদিনে ৪ টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়। বই মেলার পাশাপাশি স্থানীয় ও দেশী বিদেশি শিল্পিরা ও অংশগ্রহন করেছেন। এছাড়াও বাংলাদেশের আবহমান ঐতিহ্য,কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে এই মেলায়। আর এই মেলায় আসতে পেরে উচ্ছোসিত প্রবাসী বাংলাদেশীরাও।
মেলায় ঢাকা থেকে ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। এছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের মোট ৭০টি স্টল স্থান পেয়েছে।
বই মেলার পাশাপাশি আমিরাতের কমিউনিটি উদ্যােগে গড়া উঠা বিভিন্ন সামাজিক সংগঠন ইতিহাস ঐতিহ্য ও পর্যটন শিল্পকে নিজেদের স্টলে উপস্থাপন করে এই শিল্পকে।
এদিকে প্রবাসের মাটিতে এমন সুযোগ পেয়ে নিজেদের পরিবারের সন্তানদের বাংলা বই পড়ার আনন্দ প্রকাশ করেছেন প্রবাসীরা।

Don`t copy text!