|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
দুবাইয়ে পর্দা উঠলো বাংলাদেশ বই মেলার
প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০২৩
দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো তিনদিন ব্যাপি বিজয় উৎসব,বই মেলা ও বঙ্গসাংস্কৃতিক উৎসবের। দ্বিতীয়বারের মতো এই মেলায় প্রথম দিন কয়েক হাজার প্রবাসীদের উপচে পড়া ভিড়।মেলায় বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহবাস জানান আগত বাংলাদেশীরা।
মেলা উদ্বোধন করেন শিক্ষাবিদ ও লেখক ইমেরিটাস অধ্যাপক ড.সৈয়দ নজরুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: আবু জাফর।পরে কনসাল জেনারেল বিএম জামাল হোসেন সভাপতিত্বে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।মেলার মধ্য দিয়ে বিশ্বব্যাপী নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার ঘটবে বলে মনে করেন আগত অতিথিরা।
মেলার প্রথমদিনে ৪ টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়। বই মেলার পাশাপাশি স্থানীয় ও দেশী বিদেশি শিল্পিরা ও অংশগ্রহন করেছেন। এছাড়াও বাংলাদেশের আবহমান ঐতিহ্য,কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে এই মেলায়। আর এই মেলায় আসতে পেরে উচ্ছোসিত প্রবাসী বাংলাদেশীরাও।
মেলায় ঢাকা থেকে ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। এছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের মোট ৭০টি স্টল স্থান পেয়েছে।
বই মেলার পাশাপাশি আমিরাতের কমিউনিটি উদ্যােগে গড়া উঠা বিভিন্ন সামাজিক সংগঠন ইতিহাস ঐতিহ্য ও পর্যটন শিল্পকে নিজেদের স্টলে উপস্থাপন করে এই শিল্পকে।
এদিকে প্রবাসের মাটিতে এমন সুযোগ পেয়ে নিজেদের পরিবারের সন্তানদের বাংলা বই পড়ার আনন্দ প্রকাশ করেছেন প্রবাসীরা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.