ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৬, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন করা হয়। আজ ১৬ই ডিসেম্বর শনিবার ভোরে পাঁচমাথা স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন,পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। সকাল ৮ টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে থানা পুলিশ,স্কুল কলেজের ছেলেমেয়েদের ডিসপ্লে, মার্চপার্ট,কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রতি বছরের ন্যায় পৌরসভার সহযোগিতায় শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। সাংবাদিক ও শিক্ষক সুমন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, মুক্তিযুদ্ধের গবেষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল হক বাবুল,উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন,থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল,বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ও মোস্তাফিজুর রহমান প্রমুখ। বিকেলে উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Don`t copy text!