নারীর ক্ষমতায়ন, শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে যে মহিয়সী নারী আজীবন সংগ্রাম করেছেন, নারী জাগরণের সেই অগ্রদূত বেগম রোকেয়া দিবস আজ।
জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযথ ভাবে উৎযাপন করা হয় রোকেয়া দিবসটি।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসুচির আয়োজন করেন,।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মন্ডল মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, প্যানেল মেয়র মোঃ নূর হোসেন ও মহিলাবিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।
পরিশেষে উপজেলার ৫’জন গুণী নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করেন অনুষ্ঠানের অতিথিগণ।