|| ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে” রোকেয়া দিবস” উদযাপন।।
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২৩
নারীর ক্ষমতায়ন, শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে যে মহিয়সী নারী আজীবন সংগ্রাম করেছেন, নারী জাগরণের সেই অগ্রদূত বেগম রোকেয়া দিবস আজ।
জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযথ ভাবে উৎযাপন করা হয় রোকেয়া দিবসটি।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসুচির আয়োজন করেন,।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মন্ডল মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, প্যানেল মেয়র মোঃ নূর হোসেন ও মহিলাবিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।
পরিশেষে উপজেলার ৫’জন গুণী নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করেন অনুষ্ঠানের অতিথিগণ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.