কচুয়ায় আশেক আলী খান স্কুল এন্ড কলেজ সদ্য প্রকাশিত এইসএসসি পরীক্ষা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এ বছর ওই বিদ্যালয় থেকে ২শত৭৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয় ২শত৭৭ জন।জিপিএ-৫ পেয়েছে ৫২জন। পাশের হার শতকারা ৯৯.৬৪।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: মিজানুর রহমান জানান – চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট আশেক আলী খানের নামে প্রতিষ্ঠিত আমাদের প্রতিষ্ঠন প্রতি বছরের ন্যায় এ বছরও ভালো ফলাফল করেছে। বিদ্যালয়ের ভালো ফলাফলের জন্য গভনিং বডির সভাপতি সিতারা আলমগীরের নির্দেশনায় শিক্ষকদের পরিকল্পনা মাফিক পাঠদান ও ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের ফলে সাফল্য অর্জন সম্ভব হয়েছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতে তিনি শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী সকলের সহযোগীতা কামনা করেছেন।