|| ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
কচুয়ার আশেক আলী খান স্কুল এন্ড কলেজর সাফল্য
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৩
কচুয়ায় আশেক আলী খান স্কুল এন্ড কলেজ সদ্য প্রকাশিত এইসএসসি পরীক্ষা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এ বছর ওই বিদ্যালয় থেকে ২শত৭৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয় ২শত৭৭ জন।জিপিএ-৫ পেয়েছে ৫২জন। পাশের হার শতকারা ৯৯.৬৪।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: মিজানুর রহমান জানান - চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট আশেক আলী খানের নামে প্রতিষ্ঠিত আমাদের প্রতিষ্ঠন প্রতি বছরের ন্যায় এ বছরও ভালো ফলাফল করেছে। বিদ্যালয়ের ভালো ফলাফলের জন্য গভনিং বডির সভাপতি সিতারা আলমগীরের নির্দেশনায় শিক্ষকদের পরিকল্পনা মাফিক পাঠদান ও ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের ফলে সাফল্য অর্জন সম্ভব হয়েছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতে তিনি শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী সকলের সহযোগীতা কামনা করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.