গতকাল মঙ্গলবার, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গরিব দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন “পল্লী মানবতা সেবা সমিতি লিমিডেটের” উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি পৌর শহরের মাতাইশ মঞ্জিলে অবস্থিত সমিতির প্রধান কার্যালয়ে এলাকার শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। গরিব অসহায়দের হাতে শীতবস্ত্র তুলেদেন পল্লী মানবতা সেবা সমিতি লিমিডেটের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাবু, নির্বাহী পরিচালক মোঃ সামিউল ইসলাম রাসেল ও ব্যাবস্থাপক মোঃ আমিনুল ইসলাম সহ সংস্থার মাঠকর্মিরা। নির্বাহী পরিচালক রাসেল বলেন, প্রতিবছর সমিতির সহায়তা তহবিলের অর্থায়নে এমন সামাজিক মানব কল্যাণে কাজ করে থাকি।