জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদা—নাকুড়গাছী এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস চলন্ত ট্রেনে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা। এতে একজন যাত্রী আহত হয়েছেন।
আহত দীলিপ কুমার মণ্ডল (৫৬) পাঁচবিবি উপজেলার খাস বাগুরি গ্রামের ধীরেন্দ্রনাথ মণ্ডলের ছেলে।
রোববার দুপুরে সান্তাহার রেলওয়ে পুলিশের ওসি মুক্তার হোসেন ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, “তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের বিরামপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি পাঁচবিবি রেলওয়ে স্টেশনের পৌঁছানোর আগে নওদা—নাকুড়গাছীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে ট্রেনের জানালা লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় জানালা দিয়ে ভেতরে পাথর প্রবেশ করলে, পাথরের আঘাতে দীলিপ নামে এক যাত্রীর মাথায় লেগে সে আহত হন। পরে পাঁচবিবি রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রা বিরতি দিলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সে বাড়ি ফিরে যায়।”
সান্তাহার রেলওয়ে পুলিশের ওসি মুক্তার হোসেন বলেন, “দুর্বৃত্তদের ছোড়া পাথরে ট্রেনের ভেতরে থাকা এক যাত্রী আহত হয়েছেন । তবে পাথর নিক্ষেপকারী কাউকে শনাক্ত করা যায়নি।”