নবান্ন এলো
রিয়াজুল হক সাগর,
শীতের আমেজ নবান্ন উৎসব
গাঁয়ের বধুরা খুশি মনে আনন্দে
মাতোয়ারা, নতুন ধান ঘরে উঠেছে
স্বপ্ন বুনতে শুরু করেছে কৃষক।
নতুন ধানের চাউল ভাঁপা পিঠা
পাড়ায় মহল্লায় নবান্নের উৎসব,
কারো মনে কোন কমতি নেই
সবার বাড়িতে বাড়িতে হইচই।
ঢেঁকি নেই তাতে কি হয়েছে
গাঁয়ের প্রতিটি উঠনে সংলাপ
এ বছরে কার কতজন মেহমান
আসবে সেই হিসাব নিকাশ।