|| ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
নবান্ন এলো
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৩
নবান্ন এলো
রিয়াজুল হক সাগর,
শীতের আমেজ নবান্ন উৎসব
গাঁয়ের বধুরা খুশি মনে আনন্দে
মাতোয়ারা, নতুন ধান ঘরে উঠেছে
স্বপ্ন বুনতে শুরু করেছে কৃষক।
নতুন ধানের চাউল ভাঁপা পিঠা
পাড়ায় মহল্লায় নবান্নের উৎসব,
কারো মনে কোন কমতি নেই
সবার বাড়িতে বাড়িতে হইচই।
ঢেঁকি নেই তাতে কি হয়েছে
গাঁয়ের প্রতিটি উঠনে সংলাপ
এ বছরে কার কতজন মেহমান
আসবে সেই হিসাব নিকাশ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.