জয়পুরহাটের পাঁচবিবিতে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমরিকার নির্যাতিত নিপিড়ীত গণমানুষের মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৭ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৭ নভেম্বর শুক্রবার দুপুরে মাওলানা ভাসানীর স্মৃতি বিজড়িত বীরনগর গ্রামে মাওলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের আয়োজনে আলেমা ভাসানীর মুসাফির খানা প্রাঙ্গনে দোয়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। স্বপ্ন বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বিষুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, জয়পুরহাট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মাওলানা ভাসানীর নাতি জাহাঙ্গীর আলম চৌধুরী । বক্তব্য রাখেন বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আবুতালেব চৌধুরী বাবু , পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ আলী , সাবেক প্রাথমিক শিক্ষক সাইদ ইবনে আলী , এলাকাবাসী আশরাফ আলী প্রমুখ । শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা যোবায়ের ।