জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামতনু-কাঁশপুর গ্রামীণ কাঁচারাস্তা পাকা করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি এ কাজের শুভ উদ্বোধন করেন। একইদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের এমন ৪টি গ্রামীণ রাস্তাপাকা করণের লক্ষে উদ্বোধন করা হয় বলে, জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এসময় উদ্বোধনী এক আলোচনা সভা উপজেলা আ,লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় এমপি সহ উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, উপজেলা আ,লীগের সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল, পৌর আ,লীগ সভাপতি এস কে আব্দুল হক, বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী সহ অনেকেই।