ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড সাদাপুল এলাকায় দুটি দোকান ভিটা জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিকার পেতে লালমোহন থানায় লিখিত অভিযোগ করেছেন ওই এলাকার ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মহেষখালী মৌজার ১৫৮৭নং খতিয়ানে ৩৮১২ ও ৩৮১৩ নং দাগে সাব কবলা রেজিস্ট্রি দলিল মূলে ও দখলদার হিসেবে মো: মিজানুর রহমান ও তার বাবা মে: নুরুল আমিনের মালিকানাধীন ভিটি ও বাগানের ১৭ শতাংশ জমি জবরদখলের পায়তারা করছে একই এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে মো: সবুজ, মৃত হাবিবুর রহমানের ছেলে নেজামুল ও আহম্মদ। এতে বাঁধা দিতে গেলে জবরদখলকারীরা মো: মিজানুর রহমান কে মারধর করতে উদ্যত হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত হতে আমাদের নামে চুড়ান্ত ডিক্রি জারি হয়। এরপরও আমাদের জমি জবরদখলকারীরা দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন মোঃ মিজানুর রহমান।
দোকান ভিটা জবরদখল চেষ্টার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোঃ সবুজ বলেন, জমিটি আমি মাজেদ মাস্টারের ছেলের কাছ থেকে ক্রয় করেছি। এজন্যই সেখানে ঘর নির্মাণের চেষ্টা করেছিলাম।
এদিকে জবরদখলের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান লালমোহন থানার এসআই উত্তম কুমার ভট্টাচার্য। তিনি বলেন, সবুজদের কে ঘর উত্তোলনে বারণ করা হয়েছে।
এদিকে জবরদখলকারীদের জবরদখল ও হুমকি থেকে বাঁচতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান ও তার পরিবার।