সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৪ঠা নভেম্বর রোজ শনিবার জয়পুরহাটের পাঁচবিবিতে ৫২ তম জাতীয় সমবায় দিবস- ২০২৩ পালন করা হয়। এ উপলক্ষে পাঁচবিবি উপজেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও এক র্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে উত্তর জনপদের শ্রেষ্ঠ সমবায়ী মরহুম মীর শহিদ মন্ডলসহ সকল মরহুম সমবায়ীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সমবায় অফিসার মোঃ মোশারফ হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন,বালিঘাটা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুল হাসনাত মন্ডল হেলাল ও উপজেলা সমবায় ফোরামের সভাপতি মোরাক্কাব রিয়াজুল হোসেন তাজ ও সাধারণ সম্পাদক শফিকুল আলম চৌধুরী বিপ্লব প্রমুখ।পরে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। শেষে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সমবায়ীদের মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।