আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পাঁচবিবি গোহাটা ময়দানে জয়পুরহাট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও জেলা কৃষি বিপনন অধিদপ্তরের সহযোগিতায় খোলা বাজারে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। সাধারণ জনগণের মাঝে সুলভ মূল্যে সরকার আলু পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করেন। সুলভ মূল্যে আলু বিক্রির শুভ উদ্বোধন করেন, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব প্রমুখ। প্রধান অতিথি বলেন, সরকার আলু কৃত্রিম সংকট সৃষ্টিকারী অসাধু ব্যবসায়ীদেরকে রুখতে এবং বাজার নিয়ন্ত্রণের রাখতে এই উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতিদিন বিকাল ৪টা হতে রাত ৯টা পর্যন্ত এক কার্যক্রম চলবে। এতে জনপ্রতি ৫ কেজি ক্রয় করতে পারবেন। ৫কেজির বিক্রয় মূল্য ১৮০ টাকা। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। ডিলার মোঃ মোশারফ হোসেনের মাধ্যমে প্রতিদিন এ কার্যক্রম চলবে।