সোমবার, ২০ মে ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাঁচবিবিতে আলোচনার শীর্ষে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজিনারা টুনি সীতাকুণ্ডে লোকালয় থেকে ব্রিটিশ আমলের গ্রেনেড উদ্ধার নতুন সিনেমায় সোহেল মন্ডল-আইশা খান শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘সুস্বাগতম’ দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ২ জনের প্রার্থিতা প্রত্যাহার পাঁচবিবিতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত খুলনার দাকোপের বাজুয়া চুনকুড়ি দাসপাড়ায় পরকিয়ার জের ধরে গৃহবধুর আত্নহত্যার ঘটনার ভিন্ন মত পোষন করেছে শংকর দাস কচুয়ায় তালা মার্কা ভোট চেয়ে বিরামহীন মাঠ চষে বেড়াচ্ছেন সাংবাদিক রাকিবুল হাসান পাঁচবিবিতে উপজেলা নির্বাচনে প্রচারে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি দেশে ১১০টি প্রতিবন্ধী সহায়তা সেবা কেন্দ্র রয়েছে: রংপুরে দীপু মনি কালীগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত পূবাইলে গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে ছিনতাই রায়পুর উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করায় এমপির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের ২০২৪-২৫ উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত পাঁচবিবিতে অনাবৃষ্টি জনিত লিচুর ফলন হ্রাস, বাগান মালিকের মাথায় হাত
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

নেত্রকোণায় কথাসাহিত্যিক খালেকদাদ চৌধুরী’র ৩৯ তম প্রয়াণ দিবসে বাংলাদেশ প্রেস ক্লাব, জেলা শাখার শ্রদ্ধান্জলি-

শামীম তালুকদার, নেত্রকোণা / ১১৪ সংবাদটি পড়েছেন
প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৮:২১ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, একুশে পদকপ্রাপ্ত ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথাসাহিত্যিক মরহুম খালেকদাদ চৌধুরী’র ৩৯ তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধাভরে পালিত হয়।
সোমবার (১৬ অক্টোবর) উনার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। ঐদিন সকালে মরহুমের কবরে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে “বাংলাদেশ প্রেসক্লাব” নেত্রকোণা জেলা শাখাসহ সাহিত্য, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন বিদ্যালয়ের ছোট্ট সোনামনিরা এবং জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাগণ।
এসময় বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন, সংগঠনের উপদেষ্টা সদস্য সিনিয়র সাংবাদিক অরবিন্দ ধর, সহ- সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার, সাংবাদিক লাকী সরকার, সাংবাদিক সাদিয়া সুলতানা প্রমুখ।
বাদ আসর মিলাদ মাহফিল অনুষ্ঠিত ও সন্ধা ৬ টায় জেলা সাধারণ গ্রন্থাগার পাঠকক্ষে তাঁর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বাবু বিপিন চন্দ্র।
সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান রন্জনের সভাপতিত্বে আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি রতিষ মজুমদার উজ্জ্বল, অধ্যাপক বিধান মিত্র, প্রফেসর ননী গোপাল সরকার,বীর মুক্তিযোদ্ধা আবু আককাস আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল,শিখর সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম আপেল,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু,অধ্যাপক হরলাল সরকার, নেত্রকোণা গ্রন্হ পরিচয়ের প্রতিষ্ঠাতা মো:ইসহাক প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন, গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র।
উল্লেখ্য যে, ১৯০৭ সালে খালেকদাদ চৌধুরী নেত্রকোণা জেলার মদন উপজেলার চানগাঁও তাঁর নানার বাড়ীতে জন্মগ্রহণ করেন। ১৯২৪ সালে জেলার দত্ত উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক ও ১৯২৬ সালে কলকাতা রিপন কলেজ থেকে আই এ পাস করেন।পরে কলাকাতা ইসলামিয়া কলেজে ইংরেজি তে অনার্স ভর্তি হন।
১৯২২ সালে কলকাতা থেকে প্রকাশিত কবি বন্দে আলী মিয়া সম্পাদিত ‘বিকাশ’ পত্রিকায় তাঁর লিখা প্রথম কবিতা প্রকাশিত হয়। তিনি কলকাতা করপোরেশনে একটি স্কুলে কিছুদিন শিক্ষকতা করার পর ১৯৪১ সালে তথ্য অফিসার হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। তিনি কবি কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ১৯৬১ সালে সরকারি চাকুরি ইস্তফা দিয়ে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সে সময় নেত্রকোণায় “উত্তর আকাশ” নামীয় মাসিক সাহিত্য পত্রিকাও বের করেন তিনি।
তাঁর উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে –রক্তাক্ত অধ্যায়,একটি আত্মার অপমৃত্যু, এ মাটি রক্তে রাঙ্গা ও শতাব্দীর দুই দিগন্ত ইত্যাদি। তিনি বিখ্যাত মরু-সাহারা,বেদুইনের মেয়ে নামের গ্রন্থের অনুবাদক।
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলা একাডেমি ১৯৮৩ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৮ সালে একুশে পদকে ভূষিত করেন।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!