ভারতের দক্ষিন দিনাজপুর হিলি হয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা সীমান্তের আটাপাড়া-চেচঁড়া এলাকা দিয়ে বাংলায় প্রবাহিত ছোট যমুনা নদী। এ নদীটি উপজেলার ধরঞ্জী ও বাগাজানা ইউনিয়নবাসিকে দুই ভাগে বিভক্ত করে রাখে। উভয় পাড়ের মানুষকে সারাবছর নদীটি পারাপারের একমাত্র বাহন নৌকা। বর্ষাকালে যখন নদীতে অতিরিক্ত পানি প্রবাহিত হয় তখন নদী পারাপারে মানুষের কষ্টের সীমা থাকে না। অনেক সময় নৌকা ডুবে মানুষের অনেক মূল্যবান জিনিসপত্র ক্ষতি হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পঞ্চাঁশ বছর অতিক্রম করলেও এ নদীর উপর একটি ব্রীজ হয়নি। অনেক এমপি এসেছে ব্রীজটি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কাজের কাজ হয়নি। গত জাতীয় সংসদ নির্বাচনী প্রচারকালে জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আ.লীগের জনপ্রিয় সাবেক দু’বারের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি ওয়াদা করেছিলেন, আপনাদের ভোটে আবারও সংসদে যেতে পারি আপনাদের দীর্ঘদিনের আশা আমি পুরন করব ইনশাল্লাহ, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে ২০২২-২৩ অর্থবছরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এক’শ মিটার দৈর্ঘ যমুনা নদীর উপর ব্রীজটির কাজ শুরু হয়। বতর্মানে ব্রীজটি কাজ শেষের পথে, চলছে ধোঁয়া-মোছা ও রংয়ের কাজ। জনদরদী এমপি দুদু চলতি মাসের ২৮ তারিখ ব্রীজটি উদ্বোধনের মাধ্যদিয়ে দুই ইউনিয়নবাসির মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করবেন।এমনি আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন ব্রীজটি সরেজমিনে পরিদর্শন করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু। এসময় এমপির সফরসঙ্গী ছিলেন পাঁচবিবি উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, বাগজানা ইউনিয়ন আ,লীগের সভাপতি ইউনুস আলী মন্ডল, ধরঞ্জী ইউনিয়ন আ,লীগের সম্পাদক মমতাজুর রহমান, বাগজানা ইউনিয়ন আওয়ামী কৃষকলীগের সংগ্রামী আহবায়ক রাসেল কবীর সহ স্থানীয় আ,লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা।