ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন।।

প্রতিবেদক
admin
অক্টোবর ৮, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

 

অধ্যক্ষের মহতি উদ্যোগ, চলতিবছর একাদশ শ্রেণীতে নতুন অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ জয়পুরহাটের পাঁচবিবির মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আখতার জাহান দুলারীর নিজস্ব অর্থায়নে শিক্ষা বছরের প্রথম দিন প্রতিটি শিক্ষার্থীদের হাতে একটি করে ফলদ গাছের চারা তুলে দেন। রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে প্রায় আড়াই’শ শিক্ষার্থীর মাঝে একটি করে চারাগাছ বিতরণ করা হয়। একাধিক শিক্ষার্থী গাছের চারা পেয়ে মানবিক অধ্যক্ষের প্রতি খুশি এবং তার জন্য শুভকামনা জানায় তারা। অধ্যক্ষ দুলারী জানায়, শিক্ষার্থীরা যাতে নিয়মিত কলেজে উপস্থিত হবে মনোযোগ সহকারে পড়ালেখা করবে তাদেরকে উৎসাহ যোগাতেই এমন কর্মসুচী গ্রহন করা হয়েছে। তিনি আরো বলেন, ইতিপূর্বেও যেসব শিক্ষার্থীরা কলেজে নিয়মিত ক্লাশ করেছে, পড়ালেখায় ভালো ফলাফল করেছে এবং প্রতিষ্ঠানের যথাযথ নিয়ম মেনেছেন তাদেরকে বিভিন্ন রকম উপকরণ প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী দেবাশীষ রায়, কলেজ ছাত্রলীগের সভাপতি নূর আলম প্রধান, যুগ্ন-সম্পাদক মোস্তাকিম হোসেন সহ অনেকেই।

Don`t copy text!