ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবি উপজেলায় এবার ৭৩টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা।

প্রতিবেদক
admin
অক্টোবর ৭, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় এবার ৭৩ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দূর্গাপূজা। পাঁচবিবি উপজেলা পূজা উদ্যাযাপন কমিটির সভাপতি পরমেশ্বর মাহাতো ও সাধারন সম্পাদক বাবু জীবনকৃষ্ণ বাপ্পি জানান, “পাঁচবিবি উপজেলায় এবার মোট ৭৩ টি মন্ডপে শারদীয় দূগোর্ৎসব পালিত হবে। এর মধ্যে পাঁচবিবি পৌরসভায় ১৫ টি, বাগজানা ইউনিয়নে ৭ টি, ধরঞ্জী ইউনিয়নে ১২ টি, আয়মারসুলপুর ইউনিয়নে ৮ টি, বালিঘাটা ইউনিয়নে ৮ টি, আটাপুর ইউনিয়নে ৯ টি, মোহাম্মদপুর ইউনিয়নে ৩ টি, কুসুম্বা ইউনিয়নে ৮ টি ও আওলাই ইউনিয়নে ২ টি মন্দিরে পূজা উদ্যাযাপন হবে। এই লক্ষ্যে মন্দিরগুলোতে পরিচ্ছন্নতা ও প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছে। আগামী ২০শে অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর মাধ্যমে দুগোর্ৎসব শুরু হবে এবং ২৪শে অক্টোবর মহা বিজয়া দশমীর মধ্যদিয়ে উৎসবটির পরিসমাপ্তি ঘটবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।
সার্বিক সহযোগীতায় রয়েছেন পাঁচবিবি উপজেলা হিন্দু—বৌদ্ধ—খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক অধ্যাপক বাবু সুনীল চন্দ্র রায় ও বাবু সাভাস চন্দ্র দাস। পূজা উদ্যাযাপন কমিটির সবাপতি বাবু পরমেশ্বর মাহাতো ও সম্পাদক জীবনকৃষ্ণ বাপ্পি। প্রতিটি ইউনিয়নের সভাপতি সম্পাদক তাদের দয়িত্ব পালন করবেন। এখানে উল্লেখযোগ্য, বাগজানা ইউনিয়নের চকসমশের গ্রামে মহিলা সমিতি দ্বারা একটি দুর্গা পূজা ও বাসন্তী পূজা পরিচালিত হয়ে আসছে। এ মন্ডপের সভাপতি ভাদী রানী বর্মন। দীর্ঘ দিন ধরে তারা এ পূজা সুষ্ঠভাবে পরিচালিত করে আসছে বলে জানা যায়। আইন সৃঙ্খলা রক্ষায় থাকবেন আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ ও একজন করে রিজার্ভ পুলিশ। পূজা দেখাশোনার জন্য প্রতিটি উপজেলায় মনিটরিং টিম থাকবে বলে জানা যায়।

Don`t copy text!