ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে কলেজ ছাত্র সৌরভের লাশ উদ্ধার।।

প্রতিবেদক
admin
অক্টোবর ৬, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

 

জয়পু্রহাটের পাঁচবিবিতে ধান ক্ষেত থেকে সৌরভ হোসেন নামের একজন কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান এস এম রবিউল ইসলাম পিন্টু জানান,বড় মোহাম্মদপুর গ্রামের কৃষক কিনা মুদ্দিনের পুত্র কলেজ ছাত্র সৌরভ হোসেন (২২)কে গতকাল বৃহস্পতিবার রাতে কে বা কারা ফোন করে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। এরপর সারারাত সে আর বাড়িতে ফিরেনি।পরিবারের লোকজন রাতে তাকে হন্যে হয়ে খোঁজেও সন্ধান মেলেনি। ফোন করলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।আজ শুক্রবার সকালে বাড়ি থেকে একটু দূরে ধানক্ষেতের মধ্যে সৌরভের লাশ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয় কয়েকজন গ্রামবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহে বাম হাতের রগ কাটা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের দাবি,সৌরভ হোসেনকে হত্যা করা হয়েছে। সে সড়াইল কলেজের একাদশ শ্রেণির পরীক্ষার্থী ছিলো।এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি )জাহিদুল হক ও ওসি তদন্ত হাবিবুর রহমানসহ পুলিশ ফোর্স । এ ঘটনার বিষয়ে পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ কি বলা সম্ভব নয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Don`t copy text!