ঢাকাবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব শিক্ষক দিবস -২০২৩ উপলক্ষ্যে দত্ত উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
অক্টোবর ৫, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

 

“কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা “–প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণায় ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ” বিশ্ব শিক্ষক দিবস -২০২৩” উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষকদের বলা হয় জাতি গঠনের কারিগর।শিক্ষকদেরকে স্মরণ করা ও তাঁদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কো কতৃক ১৯৯৪ সাল থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী উদযাপন করা হয় বিশ্ব শিক্ষক দিবস।
বাংলাদেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে পালিত হয় দিবসটি।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫অক্টোবর)সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে তা শেষ হয়।
র্যালীতে বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সকাল ১১.৩০ মি: বিদ্যালয় প্রাঙ্গণের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন,বিশিষ্ট সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক অধ্যাপক মতীন্দ্র সরকার। সভায় সভাপতিত্ব করেন, দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম শাহজাহান কবীর।
আলোচনা সভায় শিক্ষক -শিক্ষার্থীগণ মুক্ত আলোচনা করেন। এ সময় প্রধান অতিথি অধ্যাপক মতীন্দ্র সরকার মূখ্য আলোচনা করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্র -ছাত্রী দের নিকট শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরেন ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সদুপদেশ দেন।

সত্যিকথা বলতে কি–বর্তমানে শিক্ষা ব্যবস্হায় পূর্বের তুলনায় অনেক উন্নয়ন করেছে সরকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার উদ্দেশ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষা নিশ্চিতকরণ।চতুর্থ শিল্পবিপ্লব, জ্ঞান ও প্রযুক্তির এবং কৃত্রিম বুদ্ধির শিক্ষা ও শিক্ষা প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শিক্ষক। কারণ, একজন শিক্ষক এবং শিক্ষা বিশেষজ্ঞই পারেন,তথ্য -উপাত্তের ভিত্তিতে জ্ঞানের অজানা জগত এবং ক্রমবর্ধমান জ্ঞানের সঙ্গে শিক্ষার্থীদের সারা বিশ্বে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন জ্ঞানের সংযোগ ঘটাতে।
কিন্তু বাংলাদেশের ন্যায় সারা বিশ্বে এমন শিক্ষকদের শিক্ষক স্বল্পতা লক্ষ্য করা যাচ্ছে। এ জটিল পরিস্থিতির পিছনে বেশ কিছু কারণ রয়েছে।যেমন:শিক্ষকদের কাজের চাপ বৃদ্ধিতে পেশাগত অবস্থার অবনতি হওয়ায় শিক্ষকতা পেশা তা স্বকীয়তা হারাচ্ছে।
প্রকৃত অর্থে যাঁরা বিভিন্ন সময়ে পাঠদান করে জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করেন,তাঁরাই মানুষ গড়ার কারিগর শিক্ষক। নি:স্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া শিক্ষকদের জন্যই আজকের এ দিন।
সারাবিশ্বে শিক্ষকদের সম্মানে পালিত হচ্ছে “বিশ্ব শিক্ষক দিবস।

Don`t copy text!