ঢাকাশুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে ডিবির অভিজানে ৫০০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার ২

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

 

গতকাল বৃহস্পতিবার, পাঁচবিবি উপজেলার তিনমাথা এলাকা হতে ৫০০০ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার তিনমাথা এলাকায়, জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোঃ আমিরুল ইসলাম, সঙ্গীয় এএসআই মাহমুদ সিদ্দিকী, এএসআই মোঃ জাহিদুল ইসলাম ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি পৌরসভার অন্তর্গত তিনমাথা মোড়স্থ সিটি ফার্মেসী নামক দোকানের সামনে রাস্তার উপর হতে ৫০০০ পিচ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ী জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার দাশড়া (ফকিরপাড়া ) গ্রামের মৃত কোরবান আলীর পুত্র ১। মোঃ জয়নাল আবেদীন (৪১), ও একই উপজেলার ঘুগইল গ্রামের মৃত রুস্তমআলীর পুত্র গোলাম কিবরিয়া (৩৭)।
উক্ত আসামীদ্বয় তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। আসামীদের মাদক আইনে মামলা দিয়ে পাঁচবিবি থানায় সেপার্দ করে বলে জানা যায়।

Don`t copy text!