টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্ণ এবং সমন্বিত সমাজ গঠনে প্রচারাভিযান উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনধারায় আর্ন্তজাতিক শান্তি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মামুন মেমোরিয়াল বিদ্যানিকেতন প্রাঙ্গনে র্যালি, আলোচনা সভা ও শান্তির প্রতীক পায়রা খোলা আকাশে অবমুক্ত করণের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে। ঢাকার একটি বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সিসিডিবি সিবিপিপির সার্বিক সহযোগিতায় ও স্থানীয় মোরতাজ গ্রাম উন্নয়ন প্রচেষ্টা এনজিওর আয়োজনে আর্ন্তজাতিক শান্তি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরী শাহিন। এসময় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক ও বন্ধন এনজিওর প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব চৌধুরী, বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রফিকুল আলম চৌধুরী পপ্পু, নিকরদীঘি নান্দুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন ও মোরতাজ গ্রাম উন্নয়ন প্রচেষ্ঠার সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান চৌধুরী সহ অনেকেই।