সোনালী আঁশের সোনার দেশ,পাট পণ্যের বাংলাদেশ, পাট শিল্পের অবদান,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষীর প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ আজ ২০ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পাঁচবিবি উপজেলা প্রশাসন ও পাঁচবিবি পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। জয়পুরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ সামছুল আলমের সঞ্চালনায়
ভিডিও কলের মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মশালার মনিটরিং করেন, প্রধান অতিথি কেন্দ্রীয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আছিয়া খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফর রহমান। প্রশিক্ষণ প্রদান করেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জয়পুরহাট জেলা কর্মকর্তা এনামুল হক,পাট অধিদপ্তর দিনাজপুরের সহকারী প্রশিক্ষক মোশারফ হোসেন, জয়পুরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ সামছুল আলম ও পাঁচবিবির
উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক প্রমূখ।
এ কর্মশালায় উপজেলার মোট ৭৫ জন পাটচাষী প্রশিক্ষণ গ্রহণ করেন।