চাঁদপুরের হাজিগঞ্জ নির্ধারিত মূল্য আলু বিক্রি না করায় বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
আলুর মূল্য তালিকা না থাকায় চাঁদপুর এর হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারে মান্নান ট্রেডার্সকে ৫,০০০/- কাদের স্টোরকে ২,০০০/-লিটন স্টোরকে ৪,০০০/- জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ কেক পাওয়ায় ফুড কেয়ারকে ৪,০০০/- জরিমানা করা হয়েছে। উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া ব্রেড দিয়ে বার্গার তৈরির দায়ে ফুড লাভারকে ১০,০০০/- জরিমানা করা হয়েছে। এছাড়াও বিএসটিআই অনুমোদনবিহীন নকল কয়েল এর ডিলার সুমাইয়া স্টোরকে ১০,০০০/- জরিমানা করা হয়েছে। মান্নান কোল্ড স্টোরেযে অভিযান পরিচালনা করে হিমাগার পর্যায়ে ২৬-২৭/- কেজি প্রতি আলু বিক্রি করতে নির্দেশনা দেয়া হয়েছে। সর্বমোট ৬ টি প্রতিষ্ঠানকে ৩৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
আজকের অভিযান সরাসরি সময় টিভিতে ধারণ করার জন্য ফারুক ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
অভিযানে সহায়তা করেন হাজীগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম।