|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরের হাজিগঞ্জ আলুর বাজারে অভিযান
প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৩
চাঁদপুরের হাজিগঞ্জ নির্ধারিত মূল্য আলু বিক্রি না করায় বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
আলুর মূল্য তালিকা না থাকায় চাঁদপুর এর হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারে মান্নান ট্রেডার্সকে ৫,০০০/- কাদের স্টোরকে ২,০০০/-লিটন স্টোরকে ৪,০০০/- জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ কেক পাওয়ায় ফুড কেয়ারকে ৪,০০০/- জরিমানা করা হয়েছে। উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া ব্রেড দিয়ে বার্গার তৈরির দায়ে ফুড লাভারকে ১০,০০০/- জরিমানা করা হয়েছে। এছাড়াও বিএসটিআই অনুমোদনবিহীন নকল কয়েল এর ডিলার সুমাইয়া স্টোরকে ১০,০০০/- জরিমানা করা হয়েছে। মান্নান কোল্ড স্টোরেযে অভিযান পরিচালনা করে হিমাগার পর্যায়ে ২৬-২৭/- কেজি প্রতি আলু বিক্রি করতে নির্দেশনা দেয়া হয়েছে। সর্বমোট ৬ টি প্রতিষ্ঠানকে ৩৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
আজকের অভিযান সরাসরি সময় টিভিতে ধারণ করার জন্য ফারুক ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
অভিযানে সহায়তা করেন হাজীগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.