পাঁচবিবি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সিঃ চৌকষ সাংবাদিক বাবু প্রদীপ অধিকারী দীর্ঘ দিন থেকে অসুস্থ! অনেক শুভাকাঙ্খী চিকিৎসায় আর্থিক সহযোগিতা করেছিলেন,এখন অর্থাভাবে ঠিকমত চিকিৎসা সম্ভব হচ্ছেনা! সে আজ প্যারালাইসড রোগী! এবং বিছানা গত! সব সময় তার চলা ফিরা লোকালয়ে!
আমাদের মত সেইও চলতে চেয়ে শুধু চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করার নেই।তার মনের আকুতি – যদি কোন সু হৃদয় বন্ধু বা বিত্তবান ভাই একটি চার্জার হুইল চেয়ার দান করেন,তাহলে সে লোকালয়ে আসতে পারতো,আবার তার লেখনি শক্তি কাজে আসত! একাকিত্ত জীবন যন্ত্রনা কিছুটা লাঘব হইত। তাই সকল সাংবাদিক ভাইদের কাছে করোজোরে মিনতি এই সহযোদ্ধা ভাইটির জন্য একটি করে শিয়ার,।
যদি কোন হিতৈষী দয়া করেন! আমার ভাই সম বন্ধুটির শেষ ইচ্ছেটা পুরন হইত। এমপি মহোদয়ের মাধ্যমে প্রধান মন্ত্রীর নিকট আবেদন করা হইয়েছিল! চিকিৎসা সহায়তায় আজও কোন সাড়া মেলেনি। সকলের সহযোগীতা কামনা করছি।