খুলনা-১(দাকোপ-বটিয়াঘাটা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সদস্য নান্টুরায় অভিযোগ করেছে আওয়ামী লীগ থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হলেও খুলনা জেলার যে-কোনো সংসদীয় আসনের তুলনায় খুলনা-১ আসনের এলাকা সব চেয়ে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত।বার বার সংসদ সদস্য হয়েও তার নির্বাচনী এলাকায় দৃশ্যমান কোনো উন্নয়ন ঘটাতে পারেননি। এই অবস্হায় এলাকার জনগণ পরিবর্তন চায়। ২৭ আগস্ট সকাল ১০টার দিকে দাকোপ প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় দ্বাদশ সংসদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নান্টু রায় এ সব কথা বলেন।
নান্টু রায় আরও বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।আমি ২০০৫ সাল থেকে দাকোপ-বটিয়াঘাটার জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। ঘুর্ণিঝড় আইলার আগে দাকোপের কামারখোলা ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে গেলে আমার নিজের টাকায় ত্রাণ কাজ পরিচালনা করে জনগণের আস্হা অর্জন করি। আইলার সময় আমি দুর্গত এলাকায় ছুটে যাই।
আমি সরকারের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মনোনীত হই। প্রধানমন্ত্রীর আস্হাভাজন হিসাবে দ্বিতীয় মেয়াদে একই পদে মনোনীত হয়ে আমি খুলনা ও ঝিনাইদহ জেলার সনাতন ধর্মাবলম্বীদের আর্থ-সামাজিক ও ধর্মীয় চেতনা উন্নয়নে কাজ করে চলেছি। সাংবাদিক হিসাবে দৈনিক বাংলার বাণী, দৈনিক মুক্তকন্ঠ ও ভারত বিচিত্রায় দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিকতা ও সম্পাদনার অভিজ্ঞতা রয়েছে।উন্নয়ন বঞ্চিত দাকোপ-বটিয়াঘাটার সার্বিক উন্নয়নই আমার অভীষ্ট লক্ষ।