পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামের সাংবাদিক পাড়ার প্রায় ১০/১২ টি বাড়ীর দর্জায় রহস্য জনক ক্রস চিহ্ন দেওয়ার কারন কি? এমন প্রশ্ন সর্বত্রই! এ ছাড়া গত কয়েক দিন থেকে রাতে অপরিচিত লোক জনের আনাগোনা লক্ষ করা যাচ্ছে! প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, তাদের পরনে হাফপ্যান্ট পরা ও মুখে গামছা বাঁধা।স্থানিয় গ্রাম বাসীর ধারনা এরা গরু চুরি করতে এসেছিল! শুধু গরুই নয়, বিভিন্ন জিনিস পত্র হরহামেশা চুরি হচ্ছেই।ছিচকে চোরের এমন উপদ্রপ আগে তেমন লক্ষ করা যায়নি! এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা! ফেসবুকে নিউজ হবার পর প্রশাসনের টনক নড়ে।
সাংবাদিক মহল্লায় আজ দুপুরে প্রসাশনের হিড়িক।
প্রথমে হঠাৎই আসে ২জন বিজিবি সদস্য, ওরা যেতে না যেতেই আসে থানা প্রশসান, থানার পর এবার এলো পাঁচবিবি উপজেলা কর্মকর্তা, ওনারা চলে যাওয়ার পর আসেন RAB সদস্য গন, পরক্ষনে জানা গেল মহল্লায় ৭/৮ টি বাড়ির ওয়ালে কে বা কারা ত্রুস চিহ্ন দিয়েছিল সেটির তদন্ত করতে।
উল্লেখ্য যে বাড়ি গুলোতে ত্রুস চিহ্ন দেওয়ার খবরে রাতে এখন ডিউটি চলে,স্থানীয় চেয়ারম্যান নাজমুল হক উপজেলা নির্বাহী প্রশসানের সংগে ছিলেন।