নুর সাইদ ইসলাম:-
জয়পুরহাট মহাবিদ্যালয়” শহীদ জিয়া ডিগ্রী কলেজে”র এইচএসসি-২০২৩ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার ( ১২ আগষ্ট ) সকাল ১০টায় ঐতিহ্যবাহী জয়পুরহাট মহাবিদ্যালয় কলেজ হল রুমে অধ্যক্ষ সওদাগর মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জয়পুরহাট মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. মেহের নিগার, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জয়পুরহাট মহাবিদ্যালয়ের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ,নন্দলাল পার্শীসহ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকা কলেজ কম্পিউটার অপারেটর লতিফুর রহমান ও বিদায়ী পরীক্ষার্থীদের অভিভাবক এবং সকল শিক্ষার্থীসহ প্রমুখ।
প্রধান অতিথি ,মেহের নিগার পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।গুরুজনদের বল উচ্চারিত কিছু বানী আজকের এই দিনে আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই.কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করবে।সকলকে সম্মান করো। বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অচেনা মানুষদেরও।কাউকে দেখামাত্র তার সম্পর্কে ধারণা করে নিও না। একদিনে কাউকে চেনা যায় না।যে তোমায় সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না। দুর্নীতিতে কখনো প্রশ্রয় দিও না।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,নন্দলাল পার্শী বলেন,আজকের বিদায়ী অনুষ্ঠানের উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক, সহকর্মী শিক্ষক শিক্ষিকা বৃন্দ সম্মুখে উপবিষ্ট আমার প্রিয় শিক্ষার্থীদের জানাই আমার পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালবাসা। তোমাদের কর্মনিষ্ঠ, অধ্যবসায় ও পরিশ্রমের ফসল নিয়ে তোমরা আনন্দে উদ্বেলিত হবে, আজকের এই বিদায় অনুষ্ঠানে সেদিনের প্রত্যাশা করছি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব বক্তব্য রাখেন মহাবিদ্যালয় অধ্যক্ষ সওদাগর মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন,আজ এইচএসসি ২০২৩ ব্যাচের বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপাধ্যক্ষ শিক্ষক, সকল শিক্ষাকমন্ডলী, সম্মানিত অভিভাবক বিন্দু ও পরম স্নেহের বিদায়ী ছাত্র ছাত্রীরা সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি।আজ এই প্রিয় প্রতিষ্ঠান থেকে তোমাদের আনুষ্ঠানিকভাবে বিদায়ের দিন। সময়ের প্রয়োজনে তোমাদের চলে যেতে হচ্ছে বৃহত্তর দিগন্তরের প্রাণে। কালের আমোঘ নিয়তিতে এভাবে চলে আসা- যাওয়ার পর্ব। তবু, আমাদের হৃদয়ের আজ অত্যন্ত দুঃখ ভরাক্রন্ত। তোমরা আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবো। তোমাদের এই বিদায় শুভ হোক। তোমরা নিয়ম-শৃঙ্খলা মেনে পরীক্ষায় অংশগ্রহণ করবে,এই সময়টা খুব স্পর্শকাতর একেবারেই সময় নষ্ট করা যাবে না। সময়টা আর কখনোই ফিরে পাবে না। কথায় আছে সময় গেলে সাধন হবে না এই কথাটি সবসময় মনে রাখবে। পড়াশোনা গুরুত্বটা সঠিক সময় দিতে হবে। যারা পড়াশোনা না করে গুরুত্ব না দিয়ে অবহেলা করেছে তারা অনেকপদে পদে কষ্ট পাচ্ছে। এজন্য কখনো পড়াশোনাকে অবহেলা করবে না।সকলের প্রতি আমার দোয়া রইল। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।